টি টুয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড সাউথ আফ্রিকার
টি টুয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড সাউথ আফ্রিকার
২৫৯ রানের টার্গেট ১৮.৫ ওভারে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দহ্মিন আফ্রিকা, স্কোর- ওয়েস্ট ইন্ডিজ -২৫৮/৫ (২০ ওভার), সাউথ আফ্রিকা -২৫৯/৪ (১৮.৫ ওভার)
৩ ম্যাচ সিরিজের ২য় টি টুয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিং করে সাউথ আফ্রিকা অপর দিকে ওয়েস্টইন্ডিজ ব্যাটার ঝড়ের গতিতে রান নেওয়া শুরু করে (জনসন চার্লস করে মাত্র ৪৬ বলে ১১৮ রান ১০ টি চার ১১ টি ছয়–কেইল মাইয়ের্স করে ২৭ বলে ৫১ –রভমান পওয়েল ১৯ বলে ২৮ এবং রোমারিও সেপহার্ড করে ১৮ বলে ৪১) ২০ ওভারে ২৫৮/৫ রান করে।
বড় রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকা ব্যাটসম্যান দুই ওপেনার ডি কক ও হেন্ড্রিক্স টর্নেডো ইনিংস খেলে (ডি কক ৪৪ বলে ১০০ করেন ৯ টি চার ৮ টি ছয় মেরে– এবং হেন্ড্রিক্স করেন ২৮ বলে ৬৮ রান) এই দুই ওপেনার আউট হওয়ার পর ক্যাপ্টেন মাকরাম ৩৮* ও ক্লাসেন ১৬* রানে
অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন ২৫৯/৪- ১৮.৫ ওভারে